তরুণদের বিজ্ঞান চর্চায় সহায়তা দেয়া হবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

216
baniktube.com

প্রযুক্তি ডেস্কঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, তরুনদের বিজ্ঞান চর্চায় সহায়তা দেয়া হবে। তিনি বলেন, দেশ এগিয়ে নিয়ে যেতে হলে বিজ্ঞান ভিত্তিক গবেষণার কোন নেই। রাজধানীর বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ  বিকেলে হ্যাকাথন উৎসব ২০২১ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মামলুক ছাবির আহমেদ। এসময় হ্যাকাথনের প্রতিযোগী ও বিচারকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করা হয়।

 

উল্লেখ্য, প্রয়াত জামিলুর রেজা চৌধুরীর নামে বাংলাদেশে ডিজাইন ও এ্যাসেম্বল করা মাইক্রো কন্ট্রোলার  বোর্ড ‘জেআরসি’ বোর্ড দিয়ে ১৩টি দল টানা ৩৬ ঘন্টা কাজ করে বিভিন্ন সমস্যার সমাধান করে  দেখিয়েছে। এদের মধ্যে ৩ টি দলকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।