আরব আমিরাতে নামানো হলো কৃত্রিম বৃষ্টি!

281
baniktube.com

 

নিউজ ডেস্ক : এবার মেঘের মধ্যে লবণ ছিটিয়ে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ক্লাউড সিডিং পদ্ধতিতে ঘটানো হচ্ছে এই বৃষ্টি। এ প্রক্রিয়ায় মূলত রাসায়নিক পদার্থ ব্যবহৃত হলেও, আরব আমিরাত কর্তৃপক্ষ ব্যবহার করছে লবণ। ফলে তা পরিবেশের জন্য অনেক বেশি নিরাপদ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

প্রকল্প প্রধান আব্দুল্লাহ আল হাম্মাদি বলেন, এ প্রক্রিয়ায় মেঘে বিমানের মাধ্যমে লবন ছিটিয়ে বৃষ্টি নামানো হচ্ছে। এতে ৩০ শতাংশের বেশী বৃষ্টিপাত হচ্ছে। ক্লাউড সিডিং এর মাধ্যমে বৃষ্টিপাত নামানো পরিবেশ ও প্রানীর জন্য তুলানামূলক সাশ্রয়ী ও নিরাপদ।

 

কর্তৃপক্ষ আরো বলেন, খুব শীঘ্রই পুরো আরব আমিরাতে এই কৃত্রিম বৃষ্টি নামানোর প্রক্রিয়া শুরু করা হবে। সম্প্রতি দেশটিতে তাপমাত্রা অতিরিক্ত মাত্রায় ‍বৃদ্ধি পায়।