সিলেটে মার্কেন্টাইল ইসলামী লাইফের জোনাল ইনচার্জ কনফারেন্স অনুষ্ঠিত

318
baniktube.com

 

নিউজ ডেস্কঃ অদ্য মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ইস্টার্ন রিজিওন এর উদ্যোগে সিলেট ডিভিশনাল অফিসে জোনাল ইনচার্জ কনফারেন্স ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার (২৫ ডিসেম্বর’২০২১) কোম্পানীর ইস্টার্ন রিজিওন এর উদ্যোগে সিলেট ডিভিশনাল অফিসে জোনাল ইনচার্জ কনফারেন্স ২০২১  সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ সাইদুল আমিন।

 

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীর প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুর রশিদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ডিভিশনের ইনচার্জ এম সেকুল ইসলাম সরদার। উক্ত অনুষ্ঠানে জোন সার্ভিস সেন্টার ইনচার্জসহ শতাধিক সিনিয়র উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক এবং ইষ্টার্ন রিজিওন ইনচার্জ মোহাম্মদ মীর হোসেন।