কাজে ফিরলেন টিটিই শফিকুল, বরখাস্ত করা ডিসিও’কে শোকজ

337
baniktube.com

 

নিউজ ডেস্কঃ রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে টিটিই শফিকুল ইসলামের। তিনি আবারও যোগ দিয়েছেন কাজে। জানিয়েছেন, দেশের স্বার্থে যে কোন অনিময়ের বিরুদ্ধেই সোচ্চার থাকবেন।

 

একই সাথে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, শফিকুলকে বরখাস্ত করা নাসির উদ্দিনকে শোকজ ও তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে রেল বিভাগ। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছে তদন্ত কমিটি।

 

উল্লেখ্য, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ের তিন ব্যক্তিকে জরিমানা করায় ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক-টিটিই শফিকুল ইসলামকে বরখাস্ত করা হয়েছিলো। রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ ইস্যুতে সাময়িক বরখাস্ত সেই টিটিইকে ব্যাখ্যা দিতে গতকাল ডিসিও পাকশী অফিসে তলব করা হয়েছিল।

 

তদন্তে গঠন করা হয়েছে, তিন সদস্যের কমিটি। তবে রেলমন্ত্রীর দাবি, বিনা টিকিটে ভ্রমণকারীদের চেনেন না তিনি। ঘোষণা দেন নির্দোষ প্রমাণিত হলে টিটিইকে পুরষ্কৃত করা হবে।