ব্রিটেনে এক দিনে নতুন করে ৪০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত

277
baniktube.com

 

নিজস্ব প্রতিবেদকঃ ব্রিটেনে শুক্রবার নতুন করে ৪০ হাজার ৩৭৫ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং ১৪৫ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট এক লাখ ৪২ হাজার ৬৭৮ জনে দাঁড়ালো। সরকারি সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

 

কভিড পজিটিভ হওয়ার ২৮ দিনের মধ্যে যারা মারা গেছেন কেবলমাত্র তাদেরকেই এই মৃত্যু তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী বিগত সাত দিনে করোনা সংক্রমণের হার ৬ দশমিক ৫ভাগ এবং মৃত্যু হার ৮ দশমিক ৯ ভাগ অবনতি ঘটেছে।

 

যুক্তরাজ্যে বর্তমানে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আট হাজার ৬৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
ইউরোপে করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়ার ব্যাপারে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দেয়ার পর সর্বশেষ এ উপাত্ত প্রকাশ করা হলো।

 

জনসন স্কাই নিউজ’কে বলেন, ‘ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে ঝড়ো মেঘ ঘনিভূত হতে দেখা যাচ্ছে এবং আমি মানুষকে একেবারে অকপটে বলবো আমরা এর আগেও এখানে এমন পরিস্থিতি দেখেছি। নতুন ঢেউ শুরু হলে কি ঘটে তা আমরা স্মরণ করি।’

 

জনসন বলেন, ‘এক্ষেত্রে আজ আমি বুস্টার ডোজ নেয়ার অপরিহার্যতার কথা বলছি। এ ডোজ আগের চেয়ে অনেক বেশি কার্যকর।’