যেকোনো মূল্যে রাশিয়াকে রক্ষা করার হুঁশিয়ারি পুতিনের

533

 

নিউজ ডেস্ক : ইউক্রেনের চার অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর করা চুক্তিকে বৈধ হিসেবে স্বীকৃতি দিলেন দেশটির সাংবিধানিক আদালত। গত শুক্রবার, এক চুক্তি সইয়ের মাধ্যমে প্রায় ৯০ হাজার বর্গকিলোমিটার এলাকা রুশ ফেডারেশনে যুক্ত করেন ভ্লাদিমির পুতিন।

 

ভাষণে বলেন, খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্কের বাসিন্দারা আজীবনের জন্য রাশিয়ার নাগরিক হয়ে গেলেন। যেকোনো মূল্যে নিজ দেশ রক্ষা করবেন তারা। অবশ্য অঞ্চলগুলো পুনরুদ্ধারের জোরালো ঘোষণা দিয়েছে ইউক্রেন।

 

শুরু থেকেই, ভুয়া গণভোটের তীব্র সমালোচনা করে আসছে পশ্চিমা রাষ্ট্রগুলো। হুঁশিয়ার করেছেন, জোরপূর্বক অঞ্চল দখল করায় রাশিয়ার ওপর আসবে জোরালো নিষেধাজ্ঞা। যেকোনো মূল্যে রাশিয়াকে রক্ষা করার হুঁশিয়ারী পুতিনের।