মালয়েশিয়ায় করোনাভাইরাসে নতুন করে ৩ হাজার ৪৯০ জন আক্রান্ত, ১৭ জনের মৃত্যু

339
baniktube.com

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় রোববার মধ্যরাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে ৩ হাজার ৪৯০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২৬ লাখ ৯১ হাজার ৬৩৯ জনে দাঁড়ালো। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

 

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, নতুন করে আক্রান্তদের মধ্যে ১৪ জন দেশের বাইরে থেকে এসেছেন এবং বাকি ৩ হাজার ৪৭৬ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। এদিকে মালয়েশিয়ায় নতুন করে করোনা ভাইরাসে ১৭ জন প্রাণ হারানোয় দেশটিতে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩০ হাজার ৮৭৯ জনে দাঁড়ালো।
মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠায়

 

মোট ৫ হাজার ৩৯৯ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এ নিয়ে দেশটি মোট ২৬ লাখ ১ হাজার ৯০৮ সুস্থ হয়ে উঠলেন।

 

মোট ৫৮ হাজার ৮৫২ জন চিকিৎসাধীন রোগির মধ্যে বর্তমানে ৪০৭ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।
মালয়েশিয়ায় রোববার এক দিনে ৬৭ হাজার ৩৭৬ জনকে টিকা দেয়া হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট জনসংখ্যার ৭৯.৪ শতাংশ কমপক্ষে এক ডোজ এবং ৭৮.১ শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন।