ভয়াবহ অর্থনৈতিক মন্দার মুখে ব্রিটেন

387

নিউজ ডেস্ক : ভয়াবহ অর্থনৈতিক মন্দার মুখে পড়েছে ব্রিটেন। সংকট মোকাবেলায় ৩৩ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফার হারের ঘোষনা দিয়েছেন ব্যাংক অব ইংল্যান্ড। দেশটির কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠানটি জানায়, ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হতে পারে মন্দা পরিস্থিতি। আশঙ্কাজনকভাবে বাড়তে পারে বেকারত্ব।

 

ব্রিফিংয়ে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অ্যান্ড্রু বেইলি শঙ্কা জানিয়ে বলেন, প্রথমে করোনা মহামারীর ধাক্কা, এরপর রুশ ইউক্রেন সংঘাতের কারণে ভয়াবহ প্রভাব পড়েছে ব্রিটিশ অর্থনীতিতে। গতকাল ব্রিটেনের কেন্দ্রীয় সুদ হার ২.২৫% থেকে বাড়িয়ে ৩.০০% নির্ধারন করেছে।

 

সুদ হার বাড়ানোর পরও ধস নেমেছে দেশটির মুদ্রা পাউন্ড ষ্টার্লি এর। মুদ্রা বাজারের বেশীরভাগ মুদ্রার বিপরীতে দরপতন হয়েছে পাউন্ড ষ্টার্লি। আশঙ্কা করা হচ্ছে অব্যহত এই দরপতন খুব সহসা নিয়ন্ত্রিত হবে না।