বাজারে এসেছে নতুন ফোন! নাথিং ফোন!

394
baniktube.com

প্রযুক্তি ডেস্ক : বাজারে এসেছে নতুন ফোন! নামটাও চমকে দেয়ার মতো। নাথিং ফোন। আইফোনকে টেক্কা দেয়ার চ্যালেঞ্জ নিয়ে এসেছে এ ফোন। ব্যাটারি-মাদারবোর্ডসহ ফোনের সব যন্ত্রপাতি দেখা যাবে বাইরে থেকেই। চমকপ্রদ লুকের ফোনটির ডিসপ্লে থেকে ক্যামেরা, সবখানেই রয়েছে অভিনবত্বের ছোঁয়া।

 

পেছনে আছে বিশেষ এলইডি প্যানেল, যাকে বলা হচ্ছে ‘গ্লিফ ইন্টারফেস’। কল নোটিফিকেশনের পাশাপাশি ব্যাটারি চার্জ আর ছবি তোলার সময়ও কাজে আসবে এই প্যানেল। ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইনের সাথে এমন লাইটিং, আগে কখনো দেখা যায়নি। নাথিং ফোনের পেছনে দেয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা।

 

মেইন ক্যামেরাটিতে আছে সনির আইএমএক্স ৭৬৬ সেন্সর। ওয়াইড অ্যাঙ্গেল ছবি তুলতে আছে সেকেন্ডারি ক্যামেরা। ফোনের সামনে দেয়া হয়েছে, ১২০ হার্জ রিফ্রেশ রেটের ওএলইডি ডিসপ্লে। যার সুরক্ষায় আছে কর্নিং গরিলা গ্লাস ৫।

 

ফোনটির মিডরেঞ্জের চিপসেট ৭৭৮ জি প্লাস ৫জি, হতাশ করতে পারে হার্ডকোর গেইমারদের। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক, নাথিং ওএসে। ব্যবহারকারীরা পাবেন স্টক অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা। পরিচ্ছন্ন ও সহজ ইন্টারফেসের এই ফোনে নেই কোন ব্লোটওয়ার।

 

তিন বছরের অপারেটিং সিস্টেম আপডেট ও চার বছরের নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান