বন্ধ হচ্ছে গুগল, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাশ সার্ভার!

408
baniktube.com

 

প্রযুক্তি ডেস্কঃ গুগল, ফেসবুক, ইউটিউব’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ’ ক্যাশ সার্ভার বন্ধ হচ্ছে আজ। ইতোমধ্যেই প্রান্তিক গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে পড়েছেন ভোগান্তিতে।

 

বিটিআরসি বলছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এখন থেকে নির্ধারিত অপারেটর ছাড়া আর কারো কাছে ক্যাশ সার্ভার থাকবে না। বন্ধের তালিকায় থাকা সার্ভারগুলো স্থানান্তরের সুযোগ দেয়া হয়েছে। তবে ফেসবুক ও গুগলের অসহযোগিতায় তা কাজে লাগানো যায়নি বলে অভিযোগ ইন্টারনেট সেবাদাতারাদের।

 

দেশে প্রায় অনুমোদনহীন সাড়ে হাজারেরও বেশী ক্যাশ সার্ভার চালু রয়েছে। পূর্বে নির্ধারিত সময়ের আজই শেষ দিন ছিলো। তাই আজকের পর চলমান সকল ক্যাশ সার্ভার বন্ব করে দেয়া হবে।

 

ক্যাশ সার্ভারে মূলতঃ কোনো কন্টেন্ট জমা থাকে যা পরবর্তীতে কোনো গ্রাহক দেখতে চাইলে মূল সার্ভার ছাড়াই স্থানীয় সার্ভার হতে প্রদর্শিত হয়ে থাকে। বিশ্বে সিডিএন (কন্টেন্ট ডেলিভারী নেটওয়ার্ক) পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে সাধারনভাবে বারবার মূল সার্ভারে সংযুক্ত না হয়ে স্থানীয় ক্যাশ সার্ভারের মাধ্যমে যেকোনো কন্টেন্ট প্রদর্শিত হয়ে থাকে। তবে বিটিআরসি দেশের নিরাপত্তার স্বার্থে ক্যাশ সার্ভার বন্ধ করছে বলে জানিয়েছে।