প্রোটেক্টিভ ইসলামী লাইফ (মেট্রো)-এর বেষ্ট পারফরমেন্স এ্যাওয়ার্ড উদযাপিত

510
baniktube.com

 

নিউজ ডেস্কঃ অদ্য (শনিবার) ১২/০২/২০২২ তারিখ প্রোটেক্টিভ ইসলামী লাইফ-এর প্রোটেক্টিভ মেট্রো, -এর উদ্যোগে ঢাকাস্থ গুলশানের “গার্লিক এন জিঞ্জার”- এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। এতে কোম্পানীর ২০২১ সালের ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সমীর সেকান্দর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীর কন্সালট্যান্ট অনির্বান দাশ গুপ্ত এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস।

 

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মিজানুর রহমান- ইনচার্জ, উন্নয়ন প্রশাসন, প্রধান কার্যালয়। অনুষ্ঠানে কোম্পানীর বাছাইকৃত বীমা কর্মকর্তা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু মো. শফিকুল ইসলাম শাওন।

baniktube.xyz