ডিএসই ও লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

365
baniktube.com

 

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের নেতৃত্বে গত শুক্রবার ডিএসই ও লন্ডন স্টক এক্সচেঞ্জের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পুঁজিবাজারের ভবিষ্যত সম্ভাবনা তুলে ধরে পুঁজিবাজারের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।

 

এছাড়া, দেশের পুঁজিবাজারে বন্ড মার্কেটের প্রসার ও উন্নয়ন বিশেষত গ্রিণ বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজি সংগ্রহ করে দেশের অবকাঠামো উন্নয়ন, ডিএসইকে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির মাধ্যমে আন্তর্জাতিকমানে উন্নতিকরণ, দেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোকে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির মাধ্যমে পুঁজি সংগ্রহের সুযোগ তৈরি এবং নতুন প্রোডাক্ট ও বাজার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

 

বৈঠকে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমদ, ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী, ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূইয়া প্রমূখ উপস্থিত ছিলেন।