ভুটানে উৎপাদিত পণ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানী করা যাবে

315

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভুটানে উৎপাদিত সব পণ্য (আলু ও সুতা ব্যতীত) আমদানী করা যাবে। গতকাল বুধবার আমদানী যোগ্য পণ্যের নতুন তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

প্রকাশিত তালিকায় নতুন আরও কিছু পণ্য যুক্ত করা হয়েছে। এর মধ্য মার্বেল চিপস, তিল ও ফ্লাই অ্যাশসহ আরও কয়েকটি পণ্য রয়েছে। এর ফলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানী বাণিজ্য চাঙা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই চাহিদা সম্পন্ন আরও কিছু পণ্য আমদানীর অনুমতি চেয়ে আসছিলেন।

 

তবে দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দরটি দিয়ে আগের মতোই সব ধরনের পণ্য রফতানী করা যাবে। আখাউড়া স্থলবন্দরটিকে মূলত রফতানীমুখী বন্দর ধরা হয়। প্রতিদিন এ বন্দর দিয়ে হিমায়িত মাছ, রড, সিমেন্ট ও প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রফতানী হয় উত্তর-পূর্ব ভারতে।

 

এই ব্যাপারে জানতে চাইলে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আতিকুল ইসলাম বলেন, আমদানী যোগ্য পণ্যের নতুন তালিকা আমাদের কাছে এখনও আসেনি। তবে পণ্য আমদানী বাড়লে স্বাভাবিক ভাবেই বন্দর কর্তৃপক্ষের আয় বাড়বে।