
নিজস্ব প্রতিবেদক: গত এক বছরে দেশে ৩৪ বার স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রায় প্রতি মাসেই একাধিকবার মূল্য সমন্বয় করেছে। এতে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ঘন ঘন মূল্য পরিবর্তন
স্বর্ণ ব্যবসায়ীরা দাবি করছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি, ডলার সংকট ও কর কাঠামোর কারণে দাম বাড়াতে হচ্ছে। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাজারে দাম সামান্য কমলেও দেশে তার প্রতিফলন পাওয়া যায় না। বরং ক্রমেই দাম বৃদ্ধি করা হচ্ছে।
ক্রেতাদের ক্ষোভ
ঘন ঘন দাম বাড়ার কারণে মধ্যবিত্ত শ্রেণি সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। বিয়ে বা বিশেষ অনুষ্ঠানের জন্য স্বর্ণ কিনতে গিয়ে তারা অতিরিক্ত ব্যয় বহন করছেন। অনেকের অভিযোগ, বাজুস ইচ্ছেমতো মূল্য নির্ধারণ করছে, যা ভোক্তাদের প্রতি অন্যায়।
বিশেষজ্ঞ মত
অর্থনীতিবিদদের মতে, স্বর্ণের বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করা ও মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা জরুরি। পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো হলে বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে।
বাংলাদেশে স্বর্ণ শুধু অলংকার নয়, বরং নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম। তাই এ খাতে আস্থার সংকট তৈরি হলে সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।