চীনা মুদ্রায় দেশের ব্যাংকে লেনদেনের সুযোগ বাড়লো

602
baniktube.com

নিউজ ডেস্ক : এখন থেকে চীনা মুদ্রা ইয়েনে ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংকে ক্লিয়ারিং হিসাব খুলতে পারবে। এই মুদ্রায় বিদেশে বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতিনিধিত্বকারী শাখায় হিসাবও পরিচালনা করা যাবে।

 

এলসি পরিচালনা করতে পারবেন উদ্যোক্তারা। একইসঙ্গে আন্তঃদেশীয় সীমান্তে বাণিজ্যে লেনদেন নিষ্পত্তির জন্য এই মুদ্রা ব্যবহার করতে পারবেন। এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়।

 

চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। চীন থেকে প্রচুর পরিমাণে আমদানী করা হয় যা এতোদিন ডলারে নিষ্পত্তি করা হতো। এখন থেকে চীনা ইয়েনে এ লেনদেন সম্পন্ন করা যাবে।