আমদানি কমলেও জুলাইয়ে বাণিজ্য ঘাটতি ২০০ কোটি ডলার

543
রেমিট্যান্সে ৫ শতাংশ প্রণোদনা

 

নিউজ ডেস্ক : নানা পদক্ষেপে আমদানি কমার পরও বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি হয়েছে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে। এসময় বাণিজ্য ঘাটতি হয়েছে প্রায় ২০০ কোটি ডলার। তবে বাংলাদেশের রপ্তানি আয় এবং রেমিট্যান্স ইতিবাচক থাকলে এ ঘাটতি কমে আসবে বলছেন খাত সংশ্লিষ্টরা।

 

যেসব দেশের সাথে বানিজ্য ঘাটতি রয়েছে সেব দেশের সাথে বানিজ্যিক লেনদেনের সম্পর্ক বাড়ানো পদক্ষেপ নিয়েছে সরকার। এদিকে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এ ঘাটতি তেমন উদ্বেগজনক নয় বলছেন অর্থনীতিবিদরা।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, একই সময় গত বছরের তুলনায় এই বানিজ্য ঘাটতি প্রায় ৬২ কোটি ডলার বেশী। তবে রেমিটেন্স প্রবাহ অব্যাহত থাকলে এ ঘাটতি উত্তরণ খুবই সহজ হবে বলে মন্তব্য খাত সংশ্লিষ্টদের।