নিউজ ডেস্ক : জনসংখ্যা ও অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে কানাডা বিদেশীদের নাগরিকত্ব ছাড়া স্থায়ীভাবে বসবাসের অধিকার দিয়ে আসছে অনেক বছর যাবৎ। ২০২১ সালে কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন দেশটির ইতিহাসে সর্বোচ্চ ৪ লাখ ৫ হাজার মানুষ।
২০২৫ সালের মধ্যে নতুন করে ১৫ লাখ অভিবাসী নেওয়ার পরিকল্পনা করেছে কানাডা। এ পরিকল্পনার আওতায় বছরে পাঁচ লাখ করে আগামী তিন বছর অভিবাসী গ্রহণ করবে দেশটি। পৃথিবীর মধ্যে সুন্দর কয়েকটি দেশের মধ্যে কানাডা অন্যতম। এদেশের আবহাওয়া প্রকৃতি এবং মানুষজন যেমন সৌন্দর্য মন্ডিত। তেমনি এ দেশের অদ্ভুত কিছু আইনের কারণে এটি পুরো পৃথিবী থেকে একেবারেই আলাদা।
কানাডায় অবৈধভাবে থেকে গেলে পুলিশ কোনো ঝামেলা করে না। তবে আইনী সহায়তার মাধ্যমে কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ রয়েছে। আগামী তিন বছরে ১২ লাখেরও বেশি অভিবাসী গ্রহণের পরিকল্পনা করেছে কানাডা। করোনাভাইরাস মহামারীতে তীব্র হয়ে ওঠা শ্রম বাজারের ঘাটতি পূরণ এবং অর্থনীতি পুনরুদ্ধারে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
গত বছরের নভেম্বরের প্রথমদিকে অটোয়ায় কানাডীয় অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডিসিনো সাংবাদিকদের জানিয়েছেন, দেশটির কেন্দ্রীয় সরকার ২০২১ সালে ৪ লাখ ১০০০, ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার এবং ২০২৩ সালে আরও ৪ লাখ ২১ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে। তিনি বলেন, কানাডার আরও বেশী কর্মী দরকার। আর তা পূরণের উপায় হচ্ছে অভিবাসন।