দেশে ডলারের বদলে রাশিয়ান রুবল আর রুপিতে হবে বাণিজ্য

479
currency_swap

 

নিউজ ডেস্ক : মার্কিন ডলারের নির্ভরতা কমাতে বিকল্প মুদ্রায় বৈদেশিক বাণিজ্যের কথা ভাবছে সরকার। আলোচনায় আছে রুবল, রূপি ও ইয়েন। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও।

 

একক মুদ্রায় অতি নির্ভরতার কারণে উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মনে করেন তারা। এশিয়ান ক্লিয়ারিং ইউনিট-আকুর আদলে রুবল, রূপি এবং ইয়েনে লেনদেনের পরামর্শ ব্যাংকার ও অর্থনীতিবিদদের।

 

বিশ্ব বাজারে ইউক্রেন যুদ্ধের কারনে মুদ্রা বাজারে অস্থিতিশীল অবস্থা থেকে উত্তরনের জন্য এব্যবস্থা গ্রহনের পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এক্ষেত্রে উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংকের ঐক্যমত হতে হবে।

 

যেসব দেশের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে সেখানে বিকল্প হিসাবে ডলার ব্যবহারের পক্ষে ত দিয়েছেন অর্থনীতিবিদরা। তবে সম পরিমান আমদানি রপ্তানির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের মুদ্রা ব্যবহার করাই শ্রেয় হবে বলে মনে করেন বিশ্লেষকরা।