নিউজ ডেস্কঃ চট্টগ্রাম থেকে সমুদ্রপথে ইউরোপে সরাসরি জাহাজ চলাচল শুরু হলো আজ থেকে। বিকালে চট্টগ্রাম বন্দর থেকে ৯৫০ কন্টেইনার রপ্তানী পণ্য নিয়ে ইতালি রওনা দেয় ‘সোঙ্গা-চিতা’ নামে একটি জাহাজ। এর মধ্য দিয়ে খুললো রফতানির নতুন দিগন্ত, কন্টেইনার পরিবহনে তৈরি হলো নতুন ইতিহাস।
মেড ইন বাংলাদেশ ষ্টিকারযুক্ত ৯৫০টি কন্টেইনার নিয়ে ইউরোপের পথে যাত্রা শুরু করলো লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ ”সোঙ্গা চিতাহ” । জাহাজটি মাল নিয়ে পৌছাবে ইটালী। চট্টগ্রাম বন্দর হতে ইউরোপ রুটে এই জাহাজ চলাচলের মাধ্যমে আমদানী-রপ্তানী খাতে বাংলাদেশের জন্য খুললো নতুন দিগন্ত।
ইতোপূর্বে ইউরোপে মাল রপ্তানীতে সময় লাগতো দেড় মাস। এখন সে সময় অনেকাংশেই কমে আসবে এবং আমদানী-রপ্তানী আরো গতিশীল হবে। বন্দর কর্তৃপক্ষের মতে, ১৬ দিনের মধ্যে জাহাজটি ইটালীর রাবিনা বন্দরে পৌছবে।