রিজার্ভ চুরি: নিউইয়র্কে বাংলাদেশের মামলা খারিজ

417
baniktube.com

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের একটি বড় অংশ উদ্ধারে নিউইয়র্কের আদালতে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংক হেরে গেছে। মামলাটি খারিজ করে দেয়া হয়েছে বলে ফিলিপিন্সের সংবাদ মাধ্যম ডেইলি ইনকোয়ারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত এখতিয়ারের অভাবে মামলাটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের এ্যাকাউন্ট থেকে সরিয়ে নেয়া হয় আট কোটি দশ লাখ ডলার। এর মধ্যে ছয় কোটি চৌষট্টি লাখ ডলার উদ্ধারের জন্য ২০২০ সালে মামলা করে কেন্দ্রীয় ব্যাংক।

 

রিজার্ভ চুরির পর বাংলাদেশে ফেরত আনা হয় এক কোটি পঞ্চাশ লাখ ডলার। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে সরিয়ে নেয়া হয় বাংলাদেশ ব্যাংক -এর ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া এ অর্থ পাঠানো হয় ফিলিপাইনের রিজাল ব্যাংকে। পরে ওই অর্থ স্থানীয় মুদ্রা পেসোতে বদলে চলে যায় ক্যাসিনোতে।