মেটা এবং গুগল-কে ৭ কোটি ১০ লাখ ডলার জরিমানা করেছে দ. কোরিয়া

456

নিউজ ডেস্ক : এবার গুগল ও মেটাকে সাত কোটি দশ লাখ ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। অনুমতি ছাড়াই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন দেখানোর জন্য এই জরিমানা করা হয়।

 

বুধবার এই জরিমানা করে দক্ষিণ কোরিয়ার ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন। তাদের দেয়া তথ্য মতে, গুগল-কে জরিমানা করা হয়েছে চার কোটি সাতানব্বই লাখ ডলার আর মেটা-কে জরিমানা করা হয়েছে দুই কোটি তেরো লাখ ডলার।

 

গত বছর মোবাইল অপারেটিং সিষ্টেম এবং এ্যাপ মার্কেটিং নিয়ে একচেটিয়া ব্যবসা করার অপরাধে গুগল-কে আঠারো কোটি ডলার জরিমানা করেছিল দক্ষিন কোরিয়া। গুগল ও মেটা গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংরক্ষন করে মার্কেটিং করায় কয়েকটি দেশ এনিয়ে মামলাও করেছে।