জার্মানীতে করোনায় নতুন করে ৫০ সহস্রাধিক লোক আক্রান্ত

369
baniktube.com

 

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানীতে বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক ৫০ হাজার ১৯৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ খবর জানায়। কোভিড-১৯ শুরুর পর এই প্রথম জার্মানীতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেল। বিদায়ী চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এই সংক্রমণ বৃদ্ধিকে ‘নাটকীয়’ বলে বর্ণনা করেছেন।

 

চ্যান্সেলরের মহিলা মুখপাত্র  বলেন, এই মহামারি মারাত্বকভাবে ফিরে আসছে। তিনি এ অঞ্চলের কর্মকর্তাদের প্রতি করোনার বিস্তার রোধে আরো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

সাস্কোনি, বাভারিয়া এবং অতি সম্প্রতি বার্লিন  বেশি মাত্রায় সংক্রমিত রাজ্যগুলোর অন্যতম। এখানকার যে সব মানুষ টিকা নেননি, তাদের ওপর নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

 

এদিকে, টিকা গ্রহণ না করা লোকদের ওপর সোমবার থেকে বার্লিন রেঁস্তোরা, বার,  বিনোদন কেন্দ্র ও চুল কাটার দোকানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করবে। মহামারি শুরুর পর থেকে জার্মানিতে ৪৯ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।