ঋণ খেলাপী কমাতে রূপালী ব্যাংকের নতুন কৌশল

420
baniktube.com

 

নিউজ ডেস্কঃ বড় গ্রাহকদের কাছে জিম্মি হয়ে পড়ছে ব্যাংকিং খাত। খেলাপি ঋণের বেশিরভাগই আটকে আছে। জিম্মি দশা থেকে বেরিয়ে আসতে বিকল্প চিন্তা করছেন ব্যাংকাররা।

 

একক গ্রাহকের ওপর চাপ কমাতে ‘তিন স্তরের ঋণ’ পদ্ধতি চালু করতে যাচ্ছে রাষ্ট্রায়াত্ত্ব রূপালী ব্যাংক। এটি কার্যকর হলে ঋণের আওতা বাড়ার পাশাপাশি খেলাপির ঝুকিঁও কমে আসবে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক ব্যাংকাররাও।

 

ব্যাংকিং খাতের এ দূর অবস্থা থেকে উত্তরনের জন্য এসএমই খাতের ঋণের উপর জোর দিচ্ছেন সাবেক ব্যাংকাররা। তাদের পরামর্শ মতে, এসএসই খাতে ঋণ খেলাপী হওয়ার সম্ভাবনা খুবই কম। তারা ঋণ আদায়ের ক্ষেত্রে মোবাইর ব্যাংকিং এর উপর গুরুত্বারোপ করেন।

 

খেলাপ ‍ঋণ বেড়ে যাওয়ায় বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারী শিল্পে বিনিয়োগের চিন্তা করছে রূপালী ব্যাংক। সাবেক ব্যাংকারদের মতে, তুলনামূলকভাবে ক্ষুদ্র ও মাঝারী শিল্পে খেলাপী ঋণের পরিমাণ কম।