ঊর্ধ্বমুখী মূল্যম্ফীতিতে বাজারে নাকানি চুবানি খাচ্ছে নিম্নবিত্তরা!

445
baniktube.com

 

নিউজ ডেস্কঃ উর্দ্ধমুখী মূল্যস্ফীতি। সরকারি পরিসংখ্যান বলছে, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে এই হার। অর্থাৎ যে হারে ব্যয় বাড়ছে, সেই হারে বাড়ছে না আয়। ফলে বিপদে পড়েছে নিম্নবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণীও চাপের মুখে।

 

লাগামহীন ভোজ্যতেলের দাম। ১৫ দিনের পর্যালোচনার পর আলোচনার ভিত্তিতে দাম সমন্বয়ের নির্দেশনা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে সেই নির্দেশনার তোয়াক্কা না করেই লাফিয়ে বাড়ছে দাম। বিশ্ব বাজারে দামের উর্ধ্বগতির কারণেই অস্থির হচ্ছে স্থানীয় মোকাম।

 

কনজ্যুমার ফোরাম-এর গবেষণা তথ্য বলছে, বছরের ব্যবধানে পণ্যমূল্য বেড়েছে প্রায় সাড়ে ১০ ভাগ। সংস্থাটির মতে, বাজার ব্যবস্থাপনায় চলছে বিশৃঙ্খলা। এখান থেকে উত্তরণে সংস্কার আনা জরুরি।

 

বাজার বিশ্লেষনে দেখা যায়, ২০২১ সালের তুলনায় পন্যমূল্য বৃদ্ধি পেয়েছে চাল ৭.৭৫%; আটা, ময়দা, সুজি -তে ২০.২৬%; ডাল ১৩.৬৩%; চিনি ২০.১৫%; ভোজ্যতেল ১৫.৮৩%; গুড়া মসলা ১১.১৪% দাম বৃদ্ধি পেয়েছে।