স্বদেশ ইসলামী লাইফে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন শফিকুল ইসলাম শাওন

71
শফিকুল ইসলাম শাওন

নিজস্ব প্রতিনিধি: স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন শফিকুল ইসলাম শাওন। এ সময়ে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হেদায়েত হোসেন আকাশ।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হেদায়েত হোসেন আকাশ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, চলতি মাসে আমরা খুব ভালো ব্যবসা করেছি, মাঠ পর্যায়ে প্রায় ৩৫ লক্ষ টাকার উপরে বিভিন্ন প্রকার দাবি পরিশোধ করেছি। মাঠ পর্যায়ে আমাদের কোন প্রকার সমস্যা নাই। আপনারা বীরের মত বাংলাদেশের সব জায়গায় কাজ করবেন। কোম্পানির পরিচালনা পর্ষদ আপনাদের সাথে আছে। আমি সার্বক্ষণিক আপনাদের খেদমতে পাশে থাকব ইনশাল্লাহ।

 

যোগদানকৃত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম শাওন বলেন, যোগদানের সাথে সাথে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে আমাদের একটি ফ্লোর বরাদ্দ দেওয়া হয়েছে, সকলের সহযোগিতা পেলে আগামী এক বছরে ভিতর স্বদেশ ইসলামী লাইফ সেরা দশের তালিকায় আসবে ইনশাল্লাহ। সর্বশেষ সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

 

 

কোম্পানির সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মনিরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সদ্য যোগদান কৃত মেট্রো প্রজেক্টের ইনচার্জ, সিনিয়র উপ- ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, পুরাতন সংগঠনের ডি এম ডি সাইফুল ইসলাম, সদ্য যোগদানকৃত আব্দুল্লাহ আল মামুন এবং অপূর্ব বিশ্বাস সহ সংগঠনের অনেক সিনিয়র কর্মকর্তা।

 

উল্লেখ্য, শফিকুল ইসলাম শাওন এর আগে দীর্ঘদিন সান ফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স এবং প্রোটেকটিভ ইসলামী লাইফে বিভিন্ন প্রজেক্টে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।