বিক্ষোভে উত্তাল চীনের বিভিন্ন অঞ্চল !

367

নিউজ ডেস্ক : স্বাস্থ্যসেবা সংস্কারের দাবীতে বিক্ষোভে উত্তাল উহানসহ চীনের বিভিন্ন অঞ্চল। বুধবার বিক্ষোভে নামেন দেশটির পেনশন ভোগীরা। চিকিৎসা সুবিধা বাড়ানো, মাসিক ভাতা বৃদ্ধির দাবীতে চলে প্রতিবাদ। ক্ষোভ জানান, শি জিনপিং প্রশাসনের বিরুদ্ধে।

 

তাদের অভিযোগ করোনা মহামারীর পর থেকেই আর্থিক বৈষম্যের শিকার হচ্ছেন তারা। করোনা সংকটের কারণে অর্থনৈতিক নীতিতে সংস্কার আনা হয় চীনে। কমানো হয় অবসরপ্রাপ্ত পেনশন ভোগীদের ভাতার হার। এছাড়াও হ্রাস করা হয় চিকিৎসা, প্রনোদনাসহ বিভিন্ন খাতে আর্থিক সুবিধা। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তাল দেশটির বিভিন্ন অঞ্চল।

 

তবে চীনের সরকারের পক্ষ থেকে কোনোরুপ সাড়া মেলেনি এখনো। চীনের এই বিক্ষোভের ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যম সোচ্চার হলেও চীন সরকারের একজন মুখমাত্র এটিকে একান্ত অভ্যন্তরীণ ব্যাপার বলে জানিয়েছেন। তবে তারা পর্যবেক্ষণ করছেন।

Related Post:
শ্রীলঙ্কা বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণের ৫০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে