কী আছে গুগল পিক্সেল নতুন দুটি স্মার্টফোনে

477

নিউজ ডেস্ক : সম্প্রতি গুগল পিক্সেল সেভেন এবং গুগল পিক্সেল সেভেন প্রো নামের দু’টি ফোন এসেছে বাজারে। ফোন দুটিতে যুক্ত করা হয়েছে নতুন সব ফিচার। সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে ক্যামেরায়।

 

গুগল পিক্সেল সেভেনে রয়েছে ৫০ মেগামিক্সেলের ডুয়েল ক্যামেরা। আর গুগল পিক্সেল প্রোতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটাপ সাথে ৪৯ মেগাপিক্সেলের টেলি ফটোলেন্স।

 

এছাড়াও ফোন দুটিতে রয়েছে ১০ মেগাপিক্সেলের সেফলি ক্যামেরা। ফোন দু’টিতে রয়েছে পাঁচ বছরের সিকিউরিটি আপডেট। গুগল পিক্সেল -এর দাম ৫৯৯ ডলার ও গুগল পিক্সেল প্রো এর দাম ৮৯৯ ডলার।