নিউজ ডেস্কঃ করোনায় দেশে আরও ৩৪ জন মারা গেছেন। নতুন করে কোভিড শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪৬ জনের। ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৪৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে শনাক্তের হার ১৩ দশমিক সাত সাত শতাংশ।
এ পর্যন্ত মোট ২৮ হাজার ৮৭২ জনের প্রাণহানি হয়েছে। মৃত ৩৪ জনের মধ্যে ২১ জন পুরুষ, ১৩ জন নারী। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে সর্বোচ্চ ঢাকায় ২১, বরিশালে ৪, চট্টগ্রাম, সিলেট ও রংপুরে ২ জন করে মারা গেছেন।
রাজশাহীতে মারা গেছেন ১ জন। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনের। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন।