ইলিশ গবেষণা জাহাজ নির্মাণ করলো খুলনা শিপইয়ার্ড

312
baniktube.com

 

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন নদ-নদী, মোহনা এবং সাগর উপকূলে ইলিশ মাছের নতুন বিচরণ ক্ষেত্র নিরূপণের লক্ষ্যে ইলিশ গবেষণা জাহাজ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জন্য এই জাহাজ নির্মাণ সম্পন্ন করেছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড, যার চুক্তি স্বক্ষরিত হয় ২০১৯ সালে।

 

জাহাজটির দৈর্ঘ্য ২৫ মিটার এবং প্রস্থ ৬ মিটার এবং ধারণ ক্ষমতা ৯০ মেট্রিক টন। জাহাজটিতে রয়েছে অত্যাধুনিক ইলিশ গবেষনা ল্যাবরেটরী। জাহাজটি বিভিন্ন নদ-নদী, মোহনা এবং সাগরে ইলিশের নতুন নতুন বিচরণ ক্ষেত্র নিরূপন করবে।

 

আজ মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর হাতে এটি হস্তান্তর করা হয়। আয়োজকরা জানান, এ জাহাজের মাধ্যমে দেশে ইলিশের প্রজনন স্থল আরও নিরাপদ হবে। ইলিশের গুণগত মান রক্ষায় এই জাহাজটি কাজ করবে। এতে করে ইলিশের উৎপাদনও বৃদ্ধি পাবে।