রাত ৮টা থেকে মার্কেট বন্ধের সিদ্ধান্ত কার্যকর

411
baniktube.com

 

নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ রাত ৮টা থেকে দোকান, বিপণীবিতান, মার্কেট ও কাঁচাবাজার বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে খোলা থাকবে ওষুধের দোকান, রেস্তোরাঁসহ জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠান। তবে ঈদের আগে সময় কিছুটা শিথিল করার দাবী ব্যবসায়ীদের।

 

সিদ্ধান্তের বাইরে দোকান খোলা রাখলে ছয় মাসের কারাদন্ডের বিধান রাখা হয়েছে। জ্বালানী সাশ্রয়ের জন্য এব্যবস্থা চালু করা হয়েছে সারা দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে। ইউক্রেন যুদ্ধের কারনে সারা বিশ্বেই অস্থির জ্বালানী তেলের বাজার।

 

তবে ব্যবসায়ী‘দের দাবী ইদুল আযহা উপলক্ষে কিছুটা শিথিল রাখা গেলে ব্যবসায়ীদের খুবই উপকার হবে। তারা মনে করেন, এমনিতেই করোনার কারনে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়ে গেছে। ঈদে সেই ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য সরকারের উচিত ব্যবসায়ীদের কিছুটা ছাড় দেয়া।