বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদনে অর্থনীতির ৫টি ঝুঁকিতে বাংলাদেশ

317
অর্থনীতির ৫টি ঝুঁকিতে বাংলাদেশ

 

 

বিশ্ব অর্থনীতির সূচকের তালিকায় দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে বাংলাদেশ বিশ্বের ৪১ তম অর্থনীতির দেশ। গত বছর তালিকায় ৪৩ তম ছিল বাংলাদেশ। তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা আর দ্বিতীয় স্থানে রয়েছে চীন। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে জাপান ও জার্মানী। আর পঞ্চম স্থানে রয়েছে ভারত।

 

যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনোমিক্স এন্ড বিজনেস রিসার্চ-সিইবিআর এর প্রতিবেদনে এমন তথ্য (অর্থনীতির ৫টি ঝুঁকিতে বাংলাদেশ) প্রকাশ করেছে। লন্ডনে অবস্থিত এই গবেষণা সংস্থাটির প্রতিবেদনে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কথা ঢালাওভাবে প্রকাশ করেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ধারাবাহিকভাবে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হচ্ছে। এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ ৩৬ তম অর্থনীতির দেশে পরিণত হবে। আর ২০২৮ সালের মধ্যে ২৭ তম ও ২০৩৩ সালের মধ্যে ২৪ তম অর্থনৈতিক শক্তিধর দেশ হিসেবে তালিকায় স্থান করে নেবে বাংলাদেশ।

সম্পর্কিত লেখাসমূহ:
জ্বালানী সরবরাহ করবে সরকার।
বিক্ষোভে উত্তাল চীনের বিভিন্ন অঞ্চল !