পদ্মা সেতুতে চলছে শেষ মুহুর্তের কাজ

426
baniktube.com

 

নিউজ ডেস্কঃ পদ্মা সেতুর দুইপাড়ের সংযোগ সড়কের কার্পেটিং শেষ হচ্ছে দুই বা তিন দিনের মধ্যে। এরই মধ্যে শেষ মূল সেতুর কার্পেটিং। সেতুতে চারশত পনেরটি ল্যাম্প পোষ্টের কাজও প্রায় শেষ পর্যায়ে।

 

সেতু কর্তৃপক্ষ বলছে, এখন ল্যাম্প পোস্টগুলোতে দেয়া হচ্ছে বিদ্যুত সংযোগ। পরিকল্পনা অনুযায়ী, জুনের শুরুতে একযোগে জ্বলে উঠবে লাইটগুলো। আলোকিত হবে পুরো পদ্মাসেতু। পাশাপাশি পুরোদমে চলছে রোড মার্কিং এর কাজ।

 

আগামী জুনের ২২ তারিখের মধ্যে সেতুর সব কাজ সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে তার আগেই শেষ হবে বলে আশা করছে নির্মান কাজে সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পেলে এবং উদ্বোধনের তারিখ নির্ধারিত হলে জুন মাসেই পদ্মাসেতু উদ্বোধন করা হবে।