জেনিথ লাইফের ”বিজয়ী তারকা উৎসব-২০২২” অনুষ্ঠিত

343
baniktube.com

 

নিউজ ডেস্কঃ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর উদ্যোগে বিজয়ী তারকা উৎসব-২০২২ অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

 

প্রতিষ্ঠানটির উদ্যোগে অদ্য রোজ সোমবার (২৪-০১-২০২২ ইং) ২০২১ সালে ব্যবসা সফল কর্মকর্তাদের জন্য ”বিজয়ী তারকা উৎসব-২০২২” নামে গাজীপুরের সাহেব বাড়ী রিসোর্টে উৎসবমুখর পরিবেশে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র জি এম মো. জিয়াউর রহমান, মো. সোহের ভূইয়া (জি.এম ), মো. মুকুল গাজী (জি.এম), মো. হাফিজুর রহমান ইমাম (জি. এম), মো. নুরুজ্জামান টিপু (ডি জি এম) জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

 

baniktube.xyz

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান ২০২১ সালের ব্যবসায় সফল বিজয়ী তারকাদের উত্তরোত্তর ব্যবসায়িক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর জিএম মো. আব্দুর রশিদ।