জিলাপিতে ভেজাল, রাজশাহী’র রসগোল্লা’কে জরিমানা!

348
baniktube.com

 

নিউজ ডেস্কঃ জিলাপি নাকি কাঁচা আমের তৈরি! সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আর পোস্ট ছড়িয়ে পড়তেই নতুন কিছুর প্রত্যাশায় হুড়মুড়িয়ে মানুষের ঢল দোকানে। স্বল্প সময়েই রাজশাহীতে রসেগোল্লা নামের মিষ্টির একটি নতুন দোকানের এই কৌশলী চটকদার প্রচারণা ছড়িয়ে যায় সারা দেশে। কিন্তু বাস্তবতা ভিন্ন।

 

নিম্নমানের রঙ আর কৃত্রিম গন্ধ এই জিলাপির অন্যতম উপকরণ, যা ধরা পড়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। খাবারে ক্ষতিকর রঙ মেশানো আর প্রচারণায় প্রতারণার আশ্রয় নেয়ায় পৃথকভাবে জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। এমনকি ব্যবহৃত রঙ -এ নেই মেয়াদ উত্তীর্নের তারিখ।

 

রাজশাহী’র এই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে ত্রিশ হাজার টাকা। মিথ্যা প্রচারনা চালানোর অভিযোগে করা হয়েছে পৃথক পচিশ হাজার টাকা জরিমানা। জিলাপী উৎপাদন ও বিপনন বন্ধ করে দেয়া হয়েছে।