ঈদের ছুটিতে কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে

399
baniktube.com

 

নিউজ ডেস্কঃ দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবিচ্ছন্ন ও সচল রাখতে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে কাস্টমস হাউসসমূহে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান থাকবে। তবে এ সময়ের মধ্যে কেবলমাত্র ঈদের দিন কাস্টমস হাউস বন্ধ থাকবে।

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগের পরিচালক সৈয়দ এ মুমেন বলেন, ‘ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রায় এক সপ্তাহ ধরে সরকারি ও সাপ্তাহিক ছুটি রয়েছে। তবে এই সময়ে পণ্য সরবরাহ ও ব্যবসা বাণিজ্যে যেন কোন ধরনের সমস্যা তৈরি না হয়, সেলক্ষ্যে কাস্টমস হাউসগুলোতে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা হবে।’

এ সময়ে কাস্টমস হাউস খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।