বিএসসি ২০২০-২১ অর্থ বছরে নীট লাভ করেছে ৭২ কোটি টাকা

412
baniktube.com

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০২০-২১ অর্থ বছরে ৭২  কোটি তিন লাখ টাকা নীট লাভ করেছে। আজ ঢাকায় বিএসসি ভবনে এর পরিচালনা পর্ষদের ৩১০তম  বৈঠকে বিএসসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি সভাপতির বক্তৃতায় এ কথা জানান।

 

তিনি বলেন, ২০১৯-২০ অর্থ বছরে বিএসসি ৪১ কোটি ৪৭ লাখ টাকা নীট লাভ করেছিল। ২০২০-২১ অর্থ বছরে নীট লাভ বেড়েছে ৩০ কোটি ৫৬ লাখ টাকা। বিএসসি ২০২১-২২ অর্থ বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬৬ কোটি ২৫ লাখ টাকা নীট লাভ করেছে। গত অর্থবছরের (২০২০-২১) একই সময়ে নীট লাভ ছিল আট কোটি ৮০ লাখ টাকা।

 

বৈঠকে জানানো হয়, বিএসসি ২০১৯-২০ অর্থ বছরে শেয়ার হোল্ডারদেরকে শতকরা ১০ ভাগ লভ্যাংশ দিয়েছে। ২০২০-২১ অর্থ বছরে শতকরা ১২ ভাগ লভ্যাংশ  দেয়ার প্রস্তাব করা হয়েছে।

 

সভায় অন্যান্যের মধ্যে  বিএসসি’র পরিচালনা পর্ষদের সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য ও বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির, পরিচালনা পর্ষদের সদস্য স্বতন্ত্র পরিচালক অধ্যাপক এম শাহজাহান মিনা, পরিচালনা পর্ষদের সদস্য স্বতন্ত্র পরিচালক ড. মো. আবদুর রহমান, সদস্য মো. আবদুর রহিম খান, নাসিমা পারভীন, ড. পীযূষ দত্ত এবং মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।