ডিসেম্বরে ১.৭ বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছে

419
রেমিট্যান্সে ৫ শতাংশ প্রণোদনা

নিউজ ডেস্ক : দেশে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। গত নভেম্বর মাসের ধারাবাহিতায় ডিসেম্বরেও রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে উর্ধ্বমূখী ধারা বজায় ছিল। এসময়ে ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স দেশে এসেছে, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ২৯ শতাংশ বেশী।

 

আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। অভিবাসীরা এর আগের বছরের (২০২১ সাল) ডিসেম্বরে ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছিলেন।

পর্যায়ক্রমে ১২ লাখ লোক নিবে কানাডা।