চারটি ব্যাংক ফতুর করার নায়ক পি কে হালদার ভারতে গ্রেফতার

376
baniktube.com

 

নিউজ ডেস্কঃ ফতুর করেছেন চারটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। লুটে নেয়া হয় সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি। এমন ভীত কাপানো আর্থিক কেলেংকারির নায়ক প্রশান্ত কুমার হালদার বা পি কে হালদার।

 

পুকুর চুরি নয়, এ যেন সাগর চুরি। সাধারণ মানুষের আমানত হাতিয়ে নেয়ার হোতা তিনি। কাগুজে কোম্পানি খুলে সু-কৌশলে অর্থ লোপাট করে পালিয়ে যান এই ব্যক্তি। অবশেষে বিশেষ অভিযানে ভারতে আটক হলেন আলোচিত পি কে।

 

অভিজ্ঞদের অনেকের মতে, এতে বাংলাদেশ ব্যাংকের (Bangladesh Bank) যোগসাজশ আছে, কারণ বাংলাদেশ ব্যাংকের কাজ হলো প্রতি ব্যাংকের খবর নেওয়া কি করছে, না করছে এগুলি খবর নেওয়া। এ কাজটা করতে বাংলাদেশ ব্যাংক ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কারা কারা জড়িত এটিও খতিয়ে দেখতে অনেকে মত প্রকাশ করেন।

 

বাংলাদেশ থেকে পাচারের অর্থে পশ্চিমবঙ্গে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে পি কে হালদার চক্র। পশ্চিমবঙ্গে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট-ইডি’র অভিযানে একে একে বেরিয়ে আসছে একাধিক আলিশান বাড়ি’সহ বিপুল সম্পদ।

 

মুম্বাই’সহ আরও কয়েকটি শহরেও পি কে হালদারের বিপুল সম্পত্তি রয়েছে বলে অভিযোগ আছে। পাচারকৃত অর্থে ভারতের বাইরেও সম্পত্তির পাহাড় গড়ে তুলেছে বলে ধারণা করা হচ্ছে।